বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

মহাখালীতে ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা, গুলশান ও উত্তরা এক্সচেঞ্জের বিকল টেলিফোন মেরামত চলছে

13 May 2024

স্মারক  নং-১৪.৩৩.০০০০.০২৮.১৭.০০১.২২                                                  তারিখ: ১৩  মে, ২০২৪ খ্রি:

 প্রেস রিলিজ

মহাখালীতে ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা

গুলশান ও উত্তরা এক্সচেঞ্জের বিকল টেলিফোন মেরামত চলছে

ঢাকা, ১৩ মে, ২০২৪: মহাখালী এলাকায় বিটিসিএল এর ভূগর্ভস্থ ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় গতকাল  ১২ মে ২০২৪ রোববার সকাল হতে রাজধানীর গুলশান ও উত্তরা এক্সচেঞ্জের আওতায় বেশ কিছু টেলিফোন বিকল হয়ে পড়ে। ইতোমধ্যে কিছু টেলিফোন চালু করা সম্ভব হলেও উত্তরা, নিকুঞ্জ, গুলশান ১ ও ২, বনানী, বাড্ডা, তেজগাঁও এবং মহাখালী এলাকার কিছু টেলিফোন চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা যায় খু্ব শীঘ্র টেলিফোন সার্ভিস স্বাভাবিক করা সম্ভব হবে

সম্মানিত গ্রাহক সাধারণের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে

মীর মোহাম্মদ মোরশেদ

জিএম (জনসংযোগ ও প্রকাশনা)