01 October 2023
ঢাকা, অক্টোবর ০১, ২০২৩: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড ( বিটিসিএল) এবং টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেসিস) এর মধ্যে ১০ বছরের জন্য লিজ চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছে। বিটিসিএল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব আসাদুজ্জামান চৌধুরি এবং টেসিস এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আশরাফ হোসেন (পি ইন্জ) আজ এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় বিটিসিএল এর ৩টি স্থাপনায় নির্ধারিত ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট কয়েকটি কক্ষে টেসিস এর ‘কাস্টমার সেলস্ এন্ড সার্ভিস সেন্টার’ চালু করবে। চুক্তি স্বাক্ষরের সময় বিটিসিএল এবং টেসিস এর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।